দীর্ঘ ১৭ মাস পর আগামিকাল রোববার (১২ সেপ্টম্বর) স্বাস্থ্যবিধি মেনে দেশের সব স্কুল খুলছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বিদ্যালয় খোলার পর সংক্রমণ বাড়লে আবারও বন্ধ করা হবে।
শনিবার (১১ সেপ্টম্বর) দুপুরে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে সংক্রমণ বাড়বে না। তবে, যদি দেখা যায় সংক্রমণ বেড়ে গছে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে।
পরিবারের মধ্যে কেউ করোনা সংক্রমিত হলে শিশুদের স্কুলে না পাঠানোর অনুরোধও করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
জানা যায়, জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য শনিবার সেখানে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।