জমি নিয়ে বিরোধের জের ধরে দপদপিয়া চৌমাথা এলাকার মোঃ মোস্তফা রাঢ়ী এর দোকানে বসে থাকা মোঃ মিঠু সিকদারের (২৬) উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ মোঃ মিঠু খান (৩০) ও তার ভাই মোঃ টুটু খান (৪৫) সহ অজ্ঞাতনামা ২/৩ জন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়ায় ঘটনার পরই হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়ায় ঘটনার পরই নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত মিঠু সিকদার। ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ।
অভিযোগকারীর বড় চাচা মোঃ সেলিম সিকদারের সাথে হামলাকারীদের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।
গত ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় অভিযোগের ৩নং সাক্ষী মোঃ মোস্তফা রাঢ়ী এর দোকানের মধ্যে বেঞ্চে বসে চা পান করতেছিল মিঠু সিকদার।হঠাৎ ওই হামলার ঘটনা ঘটে। পূর্ব দপদপিয়া এলাকার মোঃ কাশেম খানের ছেলে হামলাকারী মিঠু খান ও টুটু খান। অভিযোগের অপর দু’সাক্ষী হলেন মোঃ মিজান সরদার ও মোঃ জুয়েল হাওলাদার।
দপদপিয়া এলাকার মৃত কদম আলী শিকদারের ছেলে মোঃ সোহরাব শিকদার বলেন, মিঠু খানের পুরো নাম মোঃ রাশেদ খান মিঠু।
এলাকায় জমির ব্যাবসাসহ নানা লোকের পক্ষ বিপক্ষ হয়ে জমির সীমানা নির্ধারণ করাই তার দৈনন্দিন কাজ। কয়েক বছর আগে জাল টাকাসহ আইন শৃঙ্খলা বাহীনির সদস্যদের হাতে আটক হয়েছিল।এ ঘটনায় দীর্ঘদিন জেল হাজতে ছিল রাশেদ খান মিঠু।