বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা ২২কর্মী করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে বুধবার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ চীনা কর্মী তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। সেখান থেকে নমুনা বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকালে ৩৭ জনের মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে ২২ চীনা কর্মীর করোনা শনাক্ত হয়েছে।
বুধবার ওই চীনা নাগরিকদের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তাদের ফলাফল পজিটিভ আসে। ওই কর্মীরা গত আগস্ট থেকে তালতলী তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন।
গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন মারিয়া হাসান।
সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, ‘তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের করোনা আক্রান্ত চীনা কর্মীদের আলাদা কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘করোনা আক্রান্ত চীনা নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হলে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহনব্যবস্থা ও অক্সিজেন সিলিন্ডারও প্রস্তুত রয়েছে।’
তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সব কর্মকর্তা-কর্মীর করোনা টেস্ট করা হবে বলেও জানান জেলা প্রশাসক।