ভোলার তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে নৌকা প্রার্থীর সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। হামলায় ১ নারীসহ আহত হয়েছেন আরও ৫জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোট, তাই বিকেলে ভোটকেন্দ্রের বাহিরে নৌকার পোস্টার লাগাচ্ছিল সমর্থকরা। এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নৌকার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের বহিরাগত ক্যাডার ও মাহমুদউল্লাহ বাহিনী। এতে এক নারীসহ ৫জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে বহিরাগত ক্যাডার বাহিনীর হামলার ঘটনায় ওই এলাকার সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।