কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। আজ সকাল দশটায় রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা স্লোগান দিতে থাকে ”তুমি কে আমি কে রাজাকার রাজাকার”।
আন্দোলনের একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশে বাধা অতিক্রম করে তারা মহাসড়ক অবরোধ করে।
পরে র্যাবের তিনটি গাড়ি এসে তাদের সাথে কথা বলতে চাইলে, তাদেরকেও ফিরিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থী। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আব্দুলাপুর থেকে গাজীপুর পর্যন্ত এবং উত্তরা রাজলক্ষী থেকে কুড়িল বিশ্বরোয় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।