

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন-পতিত সরকারের দোসরদের কারনে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেগম সেলিমা রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।
জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে একইদিন সকালে বেগম সেলিমা রহমান মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন-নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, দুই একটি রাজনৈতিক দল তারা ভোটের মাধ্যমে আসতে চাচ্ছেনা। তারা বলছে পিআর পদ্ধতি, কিসের পিআর পদ্ধতি, আমি মানুষ দেখছি, ভোট দিবো। এর বাহিরে কোন ভোট হতে পারেনা।
তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রধান লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে বাটামারা ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাটামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহমান। সভায় প্রধান বক্তা ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুস ছত্তার খান।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান প্রমুখ।