ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন সংবাদপত্র জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) ।
এক বিবৃতি বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সম্পাদক মিথুন সাহাসহ সদস্যরা অবিলম্বে সাংবাদিক তানভীর হাসান তানুকে মুক্তির দাবী জানায় ।
একইসাথে গ্রেফতার তানভীর হাসান তানু, অনলাইন সংবাদপত্র নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের আহবান জানায় বিআরইউ।
এছাড়া বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল,বরিশাল হেলথ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।