ঢাকা কমলাপুরের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গত ২৫ অক্টোবর রাতে ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের মতো নরসিংদীতেও ট্রেনের প্রায় ৬/৭ ঘন্টা শিডিউল বিপর্যয় ঘটে।
এমনকি কোন কোন ট্রেন চলাচলও বন্ধ রাখতে হয়েছে বলে স্টেশন মাস্টার জানায়।
এতে নরসিংদী ট্রেনের যাত্রী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেনের জন্য অপেক্ষা করে না পেয়ে বাসে করে যাত্রী তাদের গন্তব্য পৌঁছানোর জন্য বাসে যাচ্ছে। এতে করে বাসে প্রচন্ড চাপ সৃষ্টি তেমনে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে।
স্টেশন সূত্রে জানা যায়, আজ শনিবার ঢাকা থেকে ছেড়ে নরসিংদী রেলস্টেশনে থাকার কথা কিশোরগঞ্জ এক্সপ্রেস সকাল ১১.৪০ মিনিটে কিন্তু আসে দুপুর ১.০৬ মিনিটে, কক্সবাজার পর্যটক ট্রেনটি সকাল ৭.২০ মিনিটে থাকার কথা থাকলেও আসে দুপুর ১.২৮ মিনিটে, পারাবত সিলেট সকাল ৭.৩৬ আসার কথা কিন্তু দুপুর ১.৪৭ মিনিটে আসে।
অপরদিকে ঢাকা অভিমুখি শিডিউল বিপর্যয়ের কারণে নরসিংদী রেলস্টেশনে সকাল ৯ টায় এগারসিন্দু প্রভাতি আসার কথা থাকলেও ট্রেনটি না আসার কারলে আজকে এগারসিন্দু বন্ধ রাখা হয়।
যাত্রীরা জানায়,ট্রেনের টিকেট কেটে ট্রেনের জন্য প্রায় ৭-৮ ঘন্টা অপেক্ষা করে ট্রেন না পেয়ে বাড়ী চলে যায় এবং অনেকে বাসে করে গন্তব্য পৌঁছাতে হচ্ছে।