শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে উদ্ধারকৃত ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১ বার

বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৪৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও গাঁজা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে টেকনাফে কোস্ট গার্ড স্টেশনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও শাহপরী আউটপোস্ট এলাকায় সমুদ্র উপকূলে পৃথক ১২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের একক উদ্যোগ ও র‌্যাবের সমন্বয়ে প্রায় ৪৫ কোটি ৫০ লাখ টাকার ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

লেঃ কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে আলামত হিসেবে ৯৮০ পিস ইয়াবা এবং ১৭৫ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। বাকি ৯ লাখ ৫ হাজার ৪৯০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশ দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার।

আজ সেই নির্দেশনা অনুযায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার-১, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার-৫ (মালখানা ইনচার্জ) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস কার্যক্রমে কোস্ট গার্ডের পাশাপাশি র‍্যাব এবং পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক পাচার রোধে তাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com