বরিশাল সদর উপজেলার টুংগীবাড়ীয়া ইউনিয়ন পরিষদে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন চেয়ারম্যান নাদিরা রহমান।
এসময় উপস্থিত ছিলেন মেম্বার ও মহিলা মেম্বার সহ ইউনিয়ন আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আবুয়াল হোসেন খান, সাবেক ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম খান, সিংহেরকাঠী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ ইউনিয়ন আওয়ামিলীগ এর নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর কর্মকাণ্ডের উপর নান্দনিক বক্তব্য রাখেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন চেয়ারম্যান নাদিরা রহমান। এরপর সিংহেরকাঠী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনকে স্বরণীয় করে রাখতে স্মারক গাছ রোপন করা হয়।
এসময় একটি জলপাই গাছের চাড়া রোপণ করেন চেয়ারম্যান নাদিরা রহমান ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও অন্যন্য অতিথি বৃন্দ।
একই সাথে একটি উন্নত জাতের পেয়ারা চাড়া রোপণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সবশেষে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।