শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

টাকা পরিশোধ না করতে পারায় শিশু হত্যার অভিযোগে মালিক আটক

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১০৩ বার

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারী হাসপাতালে বিল পরিশোধ সংক্রান্ত বিষয়ক দ্বন্দে চিকিৎসাধীণ জমজ শিশুকে জোর করে বের করে দেয়ার ফলে জমজ এক শিশুর নির্মম মৃত্যু ও অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তির ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের মালিক’কে গ্রেফতার করেছে র‌্যাব।

 

ভূক্তভোগী মোহাম্মদপুর থানায় আমার বাংলাদেশ হাসপাতালের মালিক ও পরিচালককে আসামী করে একটি মামলা রুজ্জু করে।

যার নম্বর ৪২, ধারা ৩০৪-ক পেনাল কোড। বর্ণিত ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-২ ও র‌্যাব- ৩ এর যৌথ অভিযানে আজ শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে আমার বাংলাদেশ হাসাপাতালের মালিক মোহাম্মদ গোলাম সরোয়ার (৫৭), পিতা-মুন্সী ইসহাক আলী সিকদার, সাং-৫৭/এফ উত্তর মানিক নগদ, থানা-মুগদা, জেলা-ঢাকা’কে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় যে, আমার বাংলাদেশ হাসপাতালে রুগী ভর্তির লক্ষে বিভিন্ন সরকারী হাসপাতালে দালাল নিয়োগ করা আছে।

এরই ধারাবাহিকতায় তাদের দালাল সিন্ডিকেটের মাধ্যমে বর্ণিত হাসপাতালে গত ২ জানুয়ারি জমজ ভ্রাতাদ্বয়কে ভর্তি করা হয়।

ভর্তির পর হতে বিল পরিশোধের জন্য চাপ প্রয়োগ করা হয় অন্যথায় চিকিৎসা করা হবে না বলে জানায়।

এতে ৪০,০০০/- টাকা পরিশোধ করে। তারর পরেও অতিরিক্ত আরও টাকা প্রদানের জন্য চাপ দেয় বলে জানা যায়। পরবর্তীতে আর অর্থ প্রদান না করায় চিকিৎসা বন্ধ রাখা হয় বলে অভিযোগ করে।

একপর্যায়ে অর্থ না পাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় জমজ ২সন্তানসহ ভূক্তভোগীদের’কে বের করে দেয়া হয়।

গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ ২০-২২ বছর যাবত প্রায় ৬টি (রাজারবাগ, বাসাবো, মুগদা, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায়) বিভিন্ন হাসপাতালে ও ডায়াগনস্টিক ব্যবসার সাথে জড়িত ছিল।

গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনার বিষয়ে জানায় যে, বর্ণিত হাসপাতাল পরিচালনার বিধি মোতাবেক সার্বক্ষনিক ৩ জন চিকিৎসক ডিউটিরত থাকার কথা থাকলেও সার্বক্ষনিক ১ জন ডিউটিরত থাকত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com