বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
IEEE হাবিপ্রবি শাখার Solidwork শীর্ষক কর্মশালার ৪র্থ দিনের প্রশিক্ষণ সম্পন্ন IEEE হাবিপ্রবি শাখার Solidwork শীর্ষক কর্মশালার ৩য় দিনের প্রশিক্ষণ সম্পন্ন  এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ- উপদেষ্টা এম শাখাওয়াত হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক নৌ বাহিনী দুই বছরের অধিক সময় ধরে কোষাধ্যক্ষ শূন্য হাবিপ্রবি বরিশাল শের ই বাংলা মেডিকেলের বর্ষপূর্তিতে জমকালো আয়োজন বিএম কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান করার দাবিতে বিক্ষোভ বরিশালের হত্যা মামলার এজাহারভুক্ত সকল আসামি গ্রেফতার-ডিসি রুনা লায়লা বরিশালে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে ফাঁসির আদেশ

টঙ্গী বিসিকে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা, বিক্ষোভ, ভাংচুর, আহত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২ বার

চাকরির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ ও কারখানায় ভাংচুর করেছে চাকরিচ্যুত শ্রমিকরা।

আজ সকাল সাড়ে নয়টা থেকে টঙ্গীর বিসিক এলাকায় এ বিক্ষোভে যোগ দেয় কয়েকশ শ্রমিক। এ সময় চাকরিচ্যুত বিক্ষুব্ধ শ্রমিকরা নয়টি পোশাক কারখানায় ভাংচুর চালায়।

এতে চাকরিচ্যুত অন্তত দুইজন শ্রমিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে আন্দোলনকারীরা আহত বাদশা মিয়া (২১) কে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।

এ ঘটনায় অপর এক নারী শ্রমিক আহত হলেও তিনি নিজ বাসায় ফিরে যান। তার নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায় নি।

জানা যায়, সোমবার সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন টঙ্গীর বিসিক এলাকার সকল পোশাক কারখানার শ্রমিকরা। সকাল সাড়ে নয়টার দিকে চাকরিচ্যুত প্রায় তিন শতাধিক শ্রমিক কয়েক ধাপে নয়টি পোশাক কারখানার গেটে অবস্থান নেয়। পরে কারখানায় কর্মরত শ্রমিকদের (চাকরিচ্যুত আন্দোলনকারী শ্রমিকদের) সাথে আন্দোলনে যোগ দিতে আহবান জানায়।

এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা চাকরিচ্যুত শ্রমিকদের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানায়।

টঙ্গীতে হামলার দৃশ্য

এতে চাকরীচ্যুত শ্রমিকরা নয়টি কারখানায় ভাংচুর চালায়। নিজ কারখানায় ভাংচুর ঠেকাতে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে চাকরিচ্যুত শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভাংচুর এড়াতে ওই নয়টি কারখানা গুলোতে ছুটি ঘোষণা করে কারখানা কতৃপক্ষ।

ছুটি ঘোষনা করা হয়, টঙ্গীর বিসিক এলাকার টুসি নিট ফেব্রিক্স লিমিটেড, ন্যাশনাল কম্পোজিট লিমিটেড, পেট্রিয়ট ইকো এ্যাপারেল লিমিটেড, বেলিসিমা এ্যাপারেল্স লিমিটেড, জিন্স এন্ড পোলো লিমিটেড, টেঙ্গন গার্মেন্টস লিমিটেড, রেডিসন গার্মেন্টস লিমিটেড, সুমি এ্যাপারেলস লিমিটেড ও তাজকিয়া এ্যাপারেলস লিমিটেড।

বেলা দুইটার দিকে কারখানা গুলোতে ছুটি ঘোষনা করলে চাকরিচ্যুত শ্রমিকরা টঙ্গীর বিসিক এলাকার পানির ট্যাঙ্কি এলাকার শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

পরে চাকরিচ্যুত শ্রমিকরা টঙ্গী বিসিক এলাকার শাখা সরকে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে রাখে।

চাকরিচ্যুত শ্রমিক মো.রবিন বলেন, আমরা কয়েক সপ্তাহ আগেও বিক্ষোভ করেছিলাম। কারখানাগুলোতে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারী শ্রমিকদের অগ্রাঅধিকার দেয়া হয়। আজ চাকরিতে থাকা শ্রমিকরা আমাদের সাথে যোগ দেয়নি। আমরা সড়কে বসে আছি। আমাদের দাবি না মেনে নিলে কোন গার্মেন্টসে শ্রমিকদের ঢুকতে দেয়া হবে না।

তাজকিয়া এ্যাপারেলস লিমিটেড কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার(মানবসম্পদ) হেমায়েত উদ্দিন বলেন, সকালে বহিরাগতরা কারখানার সামনে জড়ো হয়ে কারখানার প্রধান ফটকে ভাংচুর চালায়। ভাঙচুর ও ক্ষতি এড়াতে কারখানা ছুটি ঘোষণা করেছি।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, চাকরিতে বৈষম্য ও পুরুষ শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকারের দাবি জানিয়ে কয়েকশ চাকরিচ্যুত শ্রমিক নয়টি কারখানায় ভাংচুর চালায়। বিক্ষুদ্ধরা টঙ্গীর বিসিকের একটি সড়কে অবস্থান নিয়েছে।

পরে পরিস্থিতির বেগতিক দেখে আরবিএস গার্মেন্টস লিমিটেড ও গার্ডেন টেক্সটাইল লিমিটেড এই দুইটা কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com