করোনা সংক্রমন বৃদ্ধির কারনে স্থগিত হওয়া ঝালকাঠির ১টি পৌরসভা এবং ৩১ টি ইউনিয়নে ভোট গ্রহন হবে আগামী ২১ জুন সোমবার।
চার উপজেলায় ৩২টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝালকাঠি জেলা। দু’বছর আগে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সেখানকার জন প্রতিনিধিদের মেয়াদ শেষ হয়নি। একারনে ঐ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। এছাড়া তিনটি ইউনিয়নে তিনজন চেয়ারম্যানপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হবে ২৮টি ইউনিয়নে।
তবে ভোটকেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করেছে এখানকার বেশিরভাগ ভোটারা। বর্ষাকাল আর করোনার কারনে দুরের ভোটার এবার ভোট দিতে এলাকায় আসতে নারাজ। কয়েকটা ইউনিয়নে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে গেছেন বিদ্রোহী প্রার্থীরা। সেখানকার বিদ্রোহী প্রার্থীর ভোটাররাও ক্ষোভে কেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করেছেন।
কেউ কেউ বলছেন গত নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়েও নিজের ভোট দিতে পারেনি তাই এবার কেন্দ্রে যাবেনা। কুলকাঠি ইউনিয়নের মুজাফফর আলী বলেন, ‘চেহারম্যান পদে যার পক্ষে কাম হরছি হে দুইদিন আগে বইয়া গেছে, ভোট দিমু কারে?’ কেওড়া ইউনিয়নের মিরাজুল ইসলাম বলেন, ‘মেগো চেয়ারম্যান আগেই হইয়া গেছে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মেম্বারী ভোট দিতে যামুনা’। বাসন্ডা ইউনিয়নের আব্দুল হাকিম বলেন, ‘পেত্যেকবার ইলেকশনে মোর পোলাপান ভোট দেতে ঢাহা দিয়া আইয়া পরতো, কিন্তু এইবার বইষ্যা-বাদল আর করোনার লইগ্যা কেউ আইবেনা।
ঝালকাঠিতে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পদে ৯৯ জন, সাধারণ সদস্য হিসেবে ১হাজার ২জন এবং সংরক্ষিত সদস্য পদের জন্য ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় মুখমুখি অবস্থানে নৌকা ও বিদ্রোহী প্রার্থীরা।
এরই মধ্যে চেচরীরামপুর, শুক্তাগড়, ধানসিঁড়ি, কুলকাঠি, কুসংগল, কিত্তিপাশা এবং সাতুরিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটেছে।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ভোটের দিন নির্বাচনী এলাকায় সহিংসতা এড়াতে সব ধরনের ব্যাবস্থা গ্রহন করা হবে।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, পুরো জেলা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ইতিমধ্যে বাড়ানো হয়েছে টহল। জেলার বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। তল্লাশী করা হচ্ছে বাহির থেকে আসা যানবাহন।
এ জাতীয় আরো খবর..