সিলেটের জৈন্তাপুরে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জুলাই) রাতে উপজেলার চিকনাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহত পলাশ গোয়ালা (৩০) হবিগঞ্জ জেলার বাহুবল থানার রামপুর চা বাগানের বাসিন্দা। তিনি জৈন্তাপুর থানায় ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, সোমবার রাতে চিকনাগুল এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে পলাশ গোয়ালা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।