শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
খ্যাতিমান কৃষিবিদ ইয়াসিন আলীর ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ হাসনাত আব্দুল্লাহর আশীর্বাদ পুষ্ট ইউএনও ফারিহা তানজিনের অপসারনের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল বরিশালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৪ হাজার ৩০৩ পরীক্ষার্থী বরিশালে জাটকা বিরোধী অভিযানে হামলা : কোস্টগার্ডের সদস্য আহত : ফাঁকা গুলি বর্ষণ গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল শরীয়তপুরের বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার শেষ আর শুরু, সন্তোষ আর আক্ষেপের মধ্যস্থতায় হাবিপ্রবি শিক্ষার্থীরা বরিশালে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার নানা সংকটেও ঈদের ছুটির ৯ দিনে মা ও শিশু কল্যান কেন্দ্রে জন্ম নিয়েছে ১১৩ শিশু বরিশালে সিন্ডিকেটের দৌরাত্ম্যে ভাড়া নৈরাজ্যের অভিযোগ; কর্মস্থলগামী যাত্রীদের দুর্ভোগ

জুনেই গ্যাস পাবে রংপুর-নীলফামারীসহ উত্তরের ১১ জেলার মানুষ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেছেন, ২০২৩ সালের জুনেই গ্যাস পাবে রংপুর-নীলফামারীসহ উত্তরের ১১ জেলার মানুষ। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এই কথা জানান তিনি।

এ সময় তিনি এক হাজার ৩৭৮ কোটি ৫৫ লাখ টাকার এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। এ প্রকল্পের আওতায় যেসব জেলা গ্যাস সুবিধা পাবে সেগুলো হলো- রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, নওগাঁ ও নাটোর।

পরিদর্শনকালে এ প্রকল্পের পরিচালক (পিডি)ইঞ্জিনিয়ার খন্দকার আরিফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার আব্দুস সালাম মোল্লাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১৮ সালে বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারীর ইপিজেড পর্যন্ত গ্যাস লাইন সংযোগের কাজ শুরু হয়। ইতিমধ্যেই পাইপলাইন স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে।

চলছে সিজিএস-টিবিএস ও রিভার ক্রসিং লাইন স্থাপনের কাজ। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ মেগা প্রকল্পের কাজ ২০২১ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ছিল। পরে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হলেও ২০২৩ সালের জুন মাসে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি. (পিজিসিএল) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি. সূত্রে জানা যায় বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত ১৪৭ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৩০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন লাইন বসানো হচ্ছে। পাইপ লাইনের রুট ম্যাপ অনুযায়ী অধিগ্রহণ করা জমিতে সঞ্চালন লাইন, পাইপ ইন্ডাকশন বেন্ড, কোটিং ম্যাটেরিয়ালস, ফিটিংস, পিগ ট্রাপ, বল ভাল্ব, গেট ভাল্বসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

ঠিকাদার প্রতিষ্ঠান পাইপ জোড়া লাগানোসহ ভূমি উন্নয়নের কাজ সম্পন্ন করেছে। পাইপ লাইনের শেষ প্রান্ত সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ের বাইপাস সড়ক সংলগ্ন তিন একর জায়গায় স্থাপন করা হচ্ছে একশ এমএমএসসিএফডি (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে) ক্ষমতা সম্পন্ন সেন্ট্রাল গ্যাস সাপ্লাই (সিজিএস) স্টেশন। এছাড়াও এ প্রকল্পের আওতায় রংপুরে ৫০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি টিবিএস (টাউন বর্ডার স্টেশন) এবং পীরগঞ্জে ২০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি টিবিএস স্থাপন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com