আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার ৪ টি আসনে প্রার্থীর নাম ঘোষনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৫ জানুয়ারী (বুধবার) সন্ধ্যায় পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের হলরুমে এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
ঘোষণাকৃত প্রার্থীরা হলেন, পটুয়াখালী-১ আসন ( সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জেলা জামায়াতের আমীর এ্যাড নাজমুল আহসান, পটুয়াখালী-২ বাউফল আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাবেক জেলা আমীর অধ্যাপক শাহ আলম এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কলাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাউয়ুম এর নাম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জামায়াত ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন।
মতবিনিময়ে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এ্যাড নাজমুল আহসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারী অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারী।