সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে হামলা, পাল্টা হামলা এবং সংঘর্ষ বরিশালে নথুল্লাবাদে জেলা বাস মালিক গ্রুপের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে : শায়খে চরমোনাই জনগণের প্রত্যাশা পূরণের জন্যই তারেক রহমানের ৩১ দফা- বরিশালে কাজী রওনাকুল ইসলাম টিপু ছাত্র জনতার আন্দোলনে ব্লকেড বরিশাল রসায়নের ভবিষ্যৎ–AI ও রসায়নের সংযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনের ১৪তম অতিবাহিত বাকেরগঞ্জ  নিয়ামতি ও পার্দীশিবপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ খেলাফত মজলিসের বরিশালের ২১ আসনে প্রার্থী ঘোষণা

জনগণের প্রত্যাশা পূরণের জন্যই তারেক রহমানের ৩১ দফা- বরিশালে কাজী রওনাকুল ইসলাম টিপু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫ বার

জনগণের প্রত্যাশা পূরণের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠণ করতে পারলে জনগণকে সাথে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী সবধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।

বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু।

রবিবার (১০ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে নানা চড়াই উৎরাই পেরিয়ে দলের কঠিন দুর্দীনেও বিএনপির সবধরনের কর্মসূচি পালন থেকে কখনও পিছু হটিনি।

একারণে পতিত সরকারের সময়ে অসংখ্যবার হামলার স্বীকার হয়েছি। একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছি। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিদের্শনা অনুযায়ী প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজেকে জড়িয়ে রেখেছি।

কাজী রওনাকুল ইসলাম টিপু আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকে বিদেশ থেকে দেশে ফিরে এখন অনেক বড় বিএনপি নেতা হিসেবে নিজেদের জাহির করতে চাচ্ছেন। তারা অনেকেই অতীতে বিএনপির মনোনয়ন না পেয়ে অন্যদলে যোগদান করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তারা এখন নাকি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এসব বিষয়ে দলের হাইকমান্ড অবগত রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অতীতেও দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। এবারও দলের কাছে মনোনয়ন চাইবো। বিএনপির দুর্দীনে মনোনয়ন প্রত্যাশীদের অবস্থান বিশ্লেষন করে মনোনয়ন দেওয়া হলে আমি শতভাগ নিশ্চিত দল এবার আমাকে বঞ্চিত করবে না।

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, বরিশাল-২ আসন থেকে আমাকে মনোনয়ন দেয়া হলে জনগণকে সাথে নিয়ে সবধরনের উন্নয়ন করা হবে এবং জনগনের প্রত্যাশা পূরণ করা হবে। একইসাথে গণঅভ্যুত্থানের ধারা অব্যাহত রেখে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার কাঙ্খিত সংস্কার করা হবে।

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী রওনাকুল ইসলাম টিপুর কাছে রাজনীতির সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com