আমরা ইসলামী আন্দোলনে এসেছি ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে, ছাত্র আন্দোলনের কাজ করার অভিজ্ঞতাকে বৃহত্তর অঙ্গনে ইসলামী আন্দোলনে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালি উত্তর থানার উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তি ভাইদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নিজ পরিবারকে আন্দোলনের ছাচে সাজাতে হবে। পরিবার আন্দোলন মুখি না হলে, আন্দোলন তার কাংখিত লক্ষে পৌঁছাতে পারবে না।
ছাত্রজীবনে ছাত্রশিবির করার মাধ্যমে আন্দোলন শেষ হয়ে যায়নি, ছাত্রজীবন শেষ হয়ে যাবে কিন্তু আন্দোলনের জীবন মৃত্যু অবধি চালিয়ে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, ছাত্রজীবনে আমরা যারা নিজেদের নৈতিকতা ঠিক রেখে আন্দোলনে সময় দিয়েছি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি আজকে জীবনের মহাব্বতে একটু ভালো থাকার প্রত্যাশায় সব ভুলে গেলে চলবে না।
আমরা ভোগ বিলাসী জীবন জাপন করবো এজন্য শিশু বয়সে শহীদ শীস মোহাম্মদ শাহাদাৎ বরন করেনি। আমাদের প্রেরণার বাতিঘর শহীদ মালেক ভাই জীবন দিয়েছেন আমাদের বহুতল বাড়ি করে আয়েশি জীবন জাপনের জন্য নয়।
প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর তারবিয়াত সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বি এম কলেজের সাবেক এ জি এস শেখ নেয়ামুল করিম, ইসলামি ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।
থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন, থানা নায়েব আমীর অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান, ব্যাংকার থানা সেক্রেটারি ফারুক আহমেদ তালুকদার, সাবেক মহানগর সভাপতি মো: শাহ্জালাল,বি এম কলেজ থানা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ইয়ামিন,কোতয়ালী থানার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবীরসহ ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।