ঝালকাঠির রাজাপুর সরকারী কলেজের স্নাতক পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে।
রোববার বেলা এগারটায় ভুক্তভোগী ঐ ছাত্রী রাজাপুর থানায় উপস্থিত হয়ে আশিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আশিক রাজাপুর উপজেলা ছত্রলীগের সহ সভাপতি ও রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মতিউর রহমান বাদল খানের ছেলে। অভিযোগে জানা যায়, গত ছয় মাস আগে থেকেই রাজাপুরে সরকারী কলেজের তক পড়–য়া ঐ ছাত্রীকে রাস্তায় বিভিন্ন সময় আশিক কু প্রস্তাব দিত।
কিন্তু প্রস্তাবে ঐ ছাত্রী সাড়া না দেওয়ায় তার মোবাইল নাম্বার সংগ্রহ করে ছাত্রলীগ সহ সভাপতি আশিক বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় মন্তব্য করে এবং পরে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায় ও ছাত্রীকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। লিখিত অভিযোগে আরও জানায় ঐ কলেজ ছাত্রী ছাত্রলীগ সহ সভাপতি কর্তৃক বিভিন্ন সময় রাস্তায় উত্ত্যক্ত,যৌন হয়রানি ও মোবাইলে অশ্লীল ভাষায় মন্তব্যের অভিযোগ আনেন।
ভুক্তভোগী ঐ ছাত্রী বলেন,দীর্ঘদিন থেকে আশিক বিভিন্ন ভাবে বিভিন্ন নাম্বার থেকে আমার সাথে য়োগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোন ভাবেই আমার সাথে যোগাযোগ করতে না পেরে আমার ফেইসবুক, হেয়াটস আপ,ইন্সটাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টেক্সট করা শুরু করে, এবং বাজে বাজে কথা লেখে।
শেষে গতকাল রাতে আমাকে বরিশালে হোটেল এরিনায় নিয়ে যাবার কথাও বলে আশিক। ও একটা বাজে ছেলে , ওর জন্য আমি রাস্তায় বের হতে পারিনা। শেষে বাধ্য হয়ে স্কীনসর্টসহ থানায় অভিযোগ দিয়েছি। এখন দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। এব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ সহ সভাপতি মুশফিকুর রহমান আশিককে ফোন করা হলে তিনি দেখা করার কথা বলে ফোন কেটে দেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, তরুণীকে উত্তক্তের অভিযোগ পেয়েছি এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে । বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।