পটুয়াখালীতে চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমান ও ঠিকাদার কুদ্দুসের বিরুদ্ধে মানবন্ধন করেছেন ভুক্তভোগীরা।
২ জানুয়ারী রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন করে অভিযুক্তদের হাসপাতাল থেকে অপসারন এবং তাদের টাকা ফেরত চান তারা।
ভুক্তভোগীরা তাদের বক্তব্যে উল্লেখ করেছন, সাইদুর রহমান ও কুদ্দুস পটুয়াখালী মেডিকেল কলেজে কর্মরত থাকা অবস্থায় বিগত সময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
এছাড়াও হাসপাতালে যারা অস্থায়ীভাবে কর্মরত রয়েছে তাদের চাকুরি স্থায়ী করার প্রতিশ্রতি দিয়ে ৩০ জনের কাছ থেকে ২-৫ লাখ টাকা করে কোটি টাকার উপরে হাতিয়ে নেয়।
পরে তাদের চাকুরি স্থায়ী করেননি এবং টাকাও ফেরত দেননি। ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, তৎকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি সাইদুর রহমানের কাছে অনুরোধ করেও টাকা ফেরত না পেয়ে নিরুপায় হয়ে মানববন্ধন করেছেন।
তারা আরও জানিয়েছেন, অনেকেই তখন ধারদেনা করে সাইদুর রহমান ও কুদ্দুসের কাছে টাকা গুলো দিয়েছেন। তাই বর্তমানে তারা খুবই অসহায় অর্থাভাবে করুন দীনযাপন করছেন।
মানববন্ধনে ভুক্তভোগী ছাড়াও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এসময় ভুক্তভোগীরা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নাজড়িত কন্ঠে প্রশাসনের কাছে অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করেন এবং তাদের টাকা যাতে ফেরত পেতে পারে সেই ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।