চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সাচার এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন গাড়ি চালক মাজহারুল হক ও শাকিল হোসেন। নিহত চালক মাজহারুল হক (৩৫) লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায় ও মো. শাকিল (৩৫) শ্রীরামপুর এলাকায় বাড়ী। এ সময় গাড়িতে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কচুয়ার সাচার চেলাখান্দা ব্রিজের একশ গজ উত্তর পাশে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে তলিয়ে যায়। এমন খবরে সাচার পুলিশ ফাড়িঁর এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স উদ্ধার অভিযান চালিয়ে ড্রাইভার মাজহারুল হককে মৃত উদ্ধার করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস মো. শাকিলকে মৃত ও ৩ জনকে আহত উদ্ধার করেছে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।