বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের কাঠপট্টি এলাকার একটি কাঠের দোকানে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রাত দুইটা আগুন নিয়ন্ত্রনে কাজ করছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করেছেন।
স্থানীয় কাঠ ব্যবসায়ী সেলিম বেপারী জানিয়েছেন, তার বন্ধ দোকানে রহস্যজনক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।