বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। কতিপয় ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যা সাতটার দিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
খবরপেয়ে রাতেই উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পরিষদ ভবন পরিদর্শন করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ইউপি চেয়ারম্যানের ঘনিষ্টজন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে ইউপি ভবন থেকে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এরইমধ্যে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সবুজ সিকদার ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার নেতৃত্বে ২০/৩০ জন ছাত্র ও যুবদল নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে ইউপি ভবনে আসেন।
এসময় তাদের দেখে কৌশলে ইউপি ভবন ত্যাগ করেন ইউপি চেয়ারম্যান। পরে চেয়ারম্যানকে না পেয়ে পরিষদ ভবনের থাই গ্লাস, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে ইউপি চেয়ারম্যানের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, অতিসম্প্রতি মাহিলাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন বিএনপি নেতা সবুজ সিকদারের ভাই শাহজাহান সিকদার। সভাপতি প্রার্থী শাহজাহানের পক্ষে কাজ করার জন্য ইউপি চেয়ারম্যান পিকলুকে প্রস্তাব দেওয়া হয়।
তবে নিরপেক্ষ ভূমিকা পালন করেন ইউপি চেয়ারম্যান। ওই নির্বাচনে বিএনপি নেতা সবুজ সিকদারের ভাই শাহজাহান পরাজিত জন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের ওপর ক্ষিপ্ত ছিলো বিএনপি নেতা সবুজ সিকদার। যেকারণেই এ হামলার ঘটনা ঘটেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সবুজ সিকদার বলেন, জরুরি প্রয়োজনে শনিবার সন্ধ্যায় তিনি ইউনিয়ন পরিষদে যান। এসময় ইউপি চেয়ারম্যান ও তার লোকজনে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদে এসে হামলা চালিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।