গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। এরই মধ্যে বেশ কিছু কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
এদিকে এ কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০ টায় বরিশাল নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচী করে বরিশালে ছাত্র জনতা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচী শুরু করে তারা। এ সময় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়।
এছাড়া বিকেলে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারী আলেকান্দা কলেজ, অমৃত লাল দে কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন।
এ সময় কর্মসূচীতে অংশগ্রহনকারীরা গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘ সহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান ।