“গত ১৭ বছরে বরিশালে কোন উন্নয়ন হয় নি। নেই রাস্তা -ঘাট ।” বল্লেন উপদেস্টা সাখাওয়াত হোসেন।
তিনি আজ বিকেলে বরিশাল সার্কিট হাউযে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছিলেন।
তিনি আরও বলেন,মেহেন্দিগঞ্জের উপযেলা,হিজলা উপযেলার লোকেরা তাকে বলেন কোন উন্নয়ন ই হয়নি।
উপদেস্টা হিসেবে যতটুকু সম্ভব উন্নয়ন করার চেস্টা করার কথা বলেন তিনি।
গুরুত্ব পুর্ন ব্রিজ ও সড়ক নির্মান সহ বরিশালের নানা বিষয় উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করার ইচ্ছা ব্যাক্ত করেন এই উপদেস্টা।
মত বিনময় কালে সাংবাদিকরা বরিশালের উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন।এসময় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।