বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাবিপ্রবি’র ২ শিক্ষার্থী হত্যার দশ বছর আজ যেখানে নামাজের কাতারে থাকেন শুধুমাত্র শিক্ষার্থীরাই, পড়া হয় জুম্মার নামাজও রূপাতলী এনায়েতুর রহমান কমপ্লেক্সে  দুই পক্ষের দ্বন্দ্ব অবসান বরিশালে স্বামী স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বরিশালে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার পহেলা বৈশাখ কে করে বরিশাল ইলিশের দাম চড়া বরিশালে ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সহ আটক ২ বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে ব্যবসায়ীর মৃত্যু খ্যাতিমান কৃষিবিদ ইয়াসিন আলীর ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ হাসনাত আব্দুল্লাহর আশীর্বাদ পুষ্ট ইউএনও ফারিহা তানজিনের অপসারনের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল

গত ১৫ বছরে সারের দাম বাড়ানো হয়েছিল কৃষকদের মারার জন্য, ডিজেলের দাম বাড়ানো হয়েছে কৃষকদের মারার জন্য- রহমাতুল্লাহ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১ বার

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ বলেছেন, গত ১৫ বছরে সারের দাম বাড়ানো হয়েছিল কৃষকদের মারার জন্য, ডিজেলের দাম বাড়ানো হয়েছে কৃষকদের মারার জন্য।

আমাদের কৃষি সরঞ্জামের দাম বাড়ানো হয়েছিল যাতে পার্শবর্তী দেশ ইন্ডিয়ার কৃষি সরঞ্জাম কিনতে মানুষ বাধ্য হয়।

অর্থাৎ আমাদের দেশের কৃষকদের ধ্বংস করে পেঁয়াজ, আলু, চাল থেকে শুরু করে সবকিছু যেন পার্শবর্তী দেশ থেকে আমদানি করে আমাদের খেতে হয়। আমরা যেন কৃষি নির্ভর দেশ হিসেবে দাড়িয়ে না থাকতে পারি সেই চেষ্টা গত ১৫ বছর করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য প্রদান কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন ফুলকপি গরুকে খাওয়ানো হচ্ছে, মুলা গরুকে খাওয়ানো হচ্ছে অথচ একসময় এই ফূলকপি ৭০ টাকায় কিনতে হয়েছে। কৃষক যে ফুলকপি ৫ টাকায় বিক্রি করে তা ঢাকা শহরে বিক্রি হচ্ছে ৫০ টাকায়, তাহলে কৃষক যে সারাবছর কষ্ট করে উৎপাদন করলো তার তো লাভ হলো না। তাহলে ওই কৃষক পরের বছর তো ফুলকপি লাগাবে না।

তিনি বলেন, একটি লাউ বা ধান উৎপাদনের জন্য সারের দাম , ডিজেলের দাম আওয়ামী লীগের আমলের মতো যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে এই কৃষকরা আর বেঁচে থাকবে না।

এসময় আবু নাসের আরও বলেন, যে দেশে কৃষকদের সম্মান করা হয় না, সেই দেশ অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করতে পারেন না। এই দেশটি উপলব্ধি করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি দেখেছিলেন এই বাংলাদেশকে যদি নিজের পায়ে দাড়াতে হয়, তাহলে দেশের কৃষকদের পাশে সবার দাড়াতে হবে। তিনি বাংলাদেশকে কৃষি বিপ্লবের দেশে পরিণত করার সপ্ন দেখেছিলেন। তিনি কৃষকদের কাজ করার জন্য যা যা করার প্রয়োজন তার সবটাই করেছিলেন। তার সময়েই কৃষি পণ্য রপ্তানি হয়েছিল।

তিনি বলেন, সকলের প্রচেষ্টায় আল্লাহর অসীম রহমতে বর্বর খুনী, ডাকাতদের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে। খুনী, স্বৈরাচার হাসিনা এবং তার দোষররা দেশের বাহিরে পালিয়েছে আবার দেশের ভেতরেও ঘাপটি মেরে আছে।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে ৩১ দফা ঘোষনা করেছেন, সেখানে কৃষকদের উন্নয়ন ও কৃষি নির্ভর বাংলাদেশ পরিণত করার জন্য বলা হয়েছে। বেকার যুবক, নারীদের জন্য সেখানে বলা হয়েছে। এককথায় ৩১ দফায় সবকিছু রয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৩ মাসব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কর্মসুচীর অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরমোনাই ইউনিয়নের কৃষকদলের আহবায়ক মো: রুবেল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের আহবায়ক এইচ এম মহসীন আলম।

এসময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব শফিউল আলম শফরুল, সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও চরমোনাই ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাড়ী, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্না, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, চরমোনাই ইউনিয়ন বিএনপি’র মহিলাদলের সভাপতি হনুফা বেগম ও সহ-সভাপতি তহমিনা বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com