২০০৭ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলেন মুশফিক। এরপর একে একে খেলেছেন ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ। টানা ৪ বিশ্বকাপ খেলা এই ব্যাটসম্যানের সামনে সুযোগ টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলার।
এখনো পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ২৯ ম্যাচে ২৮ ইনিংস ব্যাট করে ৮৭৭ রান করেছেন মুশফিক। ৬ ফিফটি ১ সেঞ্চুরিতে এই রান করার পথে তার গড় ৩৮.১৩। সাকিব আল হাসানের (১১৪৬) পর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মুশফিকেরই।
আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ট্রফি ভ্রমণ চলছে। বর্তমানে বিশ্বকাপ ট্রফির অবস্থান বাংলাদেশে। গতকাল (৮ আগস্ট) মিরপুরে ছবি তোলার ব্যবস্থা করা হয় ক্রিকেটারদের জন্য। ড্রেসিং রুম থেকে হাতে করে ট্রফি নিয়ে আসেন মুশফিক। পরে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে।
নিজের অতীত অভিজ্ঞতা ও আসন্ন বিশ্বকাপ নিয়ে তিনি জানান, ‘অভিজ্ঞতা অবশ্যই বড় একটি বিষয়। তবে কাগজে-কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে, আমি অনেক ভাগ্যবান যে শেষের ৪টি বিশ্বকাপ খেলেছি।’
‘এবারও যদি খেলার সুযোগ পেয়ে থাকি, তাহলে অবশ্যই চাইব যে, গত ৪টা বিশ্বকাপ যেমন ফল পেয়েছি, তার চেয়ে অনেক অনেক ভালো করতে পারি।’
এর আগে ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল খেলাই বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য। মুশফিকের বিশ্বাস এবার তার চেয়েও ভালো কিছু করবে টাইগাররা।
তিনি বলেন, ‘আমাদের সেই শক্তিমত্তা আছে, সেই বিশ্বাসটা আছে। তবে সব কিছু নির্ভর করছে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো শুরু করতে পারি। আমার মনে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা ভালোভাবে শুরু করি।’
‘ওয়ানডেতে আমরা যেহেতু অভিজ্ঞ দল ও গত ৪-৫ বছর ধরে ধারাবাহিক খেলছি, তো অবশ্যই আশা তো করাই যায় যে, অনেক ভালো একটা স্পেশাল কোনো রেজাল্ট করব।’
সাম্প্রতিক সময়ে দলের তরুণ ক্রিকেটাররা আছেন ছন্দে। তাদের জন্য বিশ্বকাপ হতে যাচ্ছে অন্যতম চ্যালেঞ্জের মঞ্চ। মুশফিকের আশা চ্যালেঞ্জিং মঞ্চেই দারুণ কিছু করবেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা।
তার ভাষায়, ‘আমার মনে হয়, এটা অবশ্যই অনেক বড় একটা সুযোগ তাদের জন্য। কারণ তারা গত যে কয়টা বছর খেলেছে, এরকম বড় কোনো ইভেন্টে খেলেনি। তবে তারা যেভাবে গত ২-৩টা বছর পারফরম্যান্স করেছে, আমার মনে হয় এই একটা মঞ্চ, যেখানে তারা আরও ভালো পারফরম্যান্স করতে পারে।’
‘তারা যদি এই পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয়, যেটা বললাম, অভিজ্ঞ ব্যাটসম্যান আছে এবং যারা গত ২-৩ বছর ধারাবাহিকতা ধরে রেখেছে, ইনশাল্লাহ তাদের পারফরম্যান্সে এবার আমাদের রেজাল্ট অনেক ভালো হবে।’