ভোলা মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুরে ধ্বংস করেন বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৩১অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক চরফ্যাশন উপজেলাধীন পাঁচ কপাট, আট কপাট, খেজুর গাছিয়া,সামরাজ, বয়ার চর, চর হাসিনা, ঢাল চর, চর পাতিলা ও তৎসংলগ্ন এলাকার মেঘনা নদীতে রুটিন টহল পরিচালনা করা হয়।
উক্ত এলাকা হতে মাছ আহরণে ব্যবহৃত পনেরো লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা।পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল মৎস্য বিভাগের সমন্বয় করে বাংলাদেশ কোস্ট দক্ষিণ জোন এর অধিনস্থ বিসিজি আউটপোস্টের সদস্যরা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে. এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,জব্দকৃত অবৈধ জাল যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা মৎস্য বিভাগের সমন্বয় করে বাংলাদেশ কোস্ট দক্ষিণ জোন এর অধিনস্থ বিসিজি আউটপোস্টের সদস্যরা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।