কেন্দ্রীয় ও জেলায় দায়িত্বে থাকা নেতাদের স্বাক্ষর ও সিল জাল করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের বিজ্ঞপ্তি বানিয়ে ‘গুজব’ ছড়ানোর অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
সোমবার (১১ অক্টোবর) আট টার পর থেকে ফেসবুকে কয়েকটি আইডি থেকে কমিটি স্থগিত হওয়ার বিষয়ে এমন গুজব প্রচার করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের স্বাক্ষর ও সিল নকল করে এক প্রেস বিজ্ঞপ্তির তিনটি কপি ফেইসবুকে প্রচার করা হয়।
এমন গুজন নিয়ে নোয়াখালী জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে একটি কুচক্রী মহল কাজটি করেছে। এ ব্যাপারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক কাঠামো অনুযায়ী কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে ।
রাতে নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি দলের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি নিয়ে স্বাক্ষর ও সিল জালিয়াতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে,এটা সত্য নয়। নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি কোম্পানিগঞ্জে এখন বহাল আছে আর কেন্দ্রের নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত ঘোষিত কমিটিই বহাল থাকবে।