পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার কুয়াকাটা খালটি বর্তমানে অস্তিত্ব্ সংকটে পড়েছে। খাপড়াভাঙ্গা নদী হয়ে ফাঁসিপাড়া স্লুইস থেকে শুরু হওয়া এ খালটি কুয়াকাটা পৌরসভার মাঝখান দিয়ে নবীনপুরে গিয়ে মিশেছে।
খালটি রক্ষার জন্য বছরখানেক আগে উপকূলীয় বাঁধ উন্নয়ন সংস্থার উদ্যোগে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু এ বছর খালটিতে এখন হাটু পানিও খুঁেজ পাওয়া যাচ্ছে না। খাল শুকিয়ে কোথাও কোথাও কৃষিক্ষেতের মতো হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বর্তমানে খালটিতে পৌরবাসীর পারিবারিক খাবার ও আবাসিক হোটেলের সকল ধরনের বর্জ্য ফেলা হয়। ফলে ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতি বছর নামমাত্র খনন কাজ করা হয়। ফলে খনন কাজে কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।
এদিকে দীর্ঘ পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটির দুই পাড়ে দখলদারেরও তান্ডব চলছে।
পৌরএলাকা জুড়ে খালটির পাড়ে পাকা-আধাপাকা স্থাপনা করা হয়েছে। খালটির কিছু কিছু অংশে আরসিসি পিলার বসিয়ে দখল করা হয়েছে।
পটুয়াখালী ও কলাপাড়া ভূমি অফিসের তথ্যমতে খালটির প্রস্থ ছিল ৬০ থেকে এক শ’ ফুট। এসএ জরিপে খালটির আয়তন ছিল ৬০ একর ৫৯ শতাংশ। কিন্তু বর্তমান বিএস জরীপে দেখানো হয়েছে কুয়াকাটা মৌজায় ১২ একর ৩৫ শতাংশ আর আলীপুর মৌজায় ২৫ একর ৪৩ শতক। মোট ৩৭ একর ৭৮ শতাংশ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা খালের সীমানা চিহ্নিত করে খালটি উদ্ধার করারা জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, খালটি ধ্বংস হয়ে গেলে কুয়াকাটার উন্নয়নে বাধাগ্রস্ত হবে। এই খালটির সঙ্গে পৌর এলাকার সকল ড্রেনেজ ব্যবস্থা নির্ভরশীল।
তবে এ ব্যাপারে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক আশ^াস দিয়ে বলেছেন, খালের অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, খালটি খনন করে সৌন্দর্যবর্ধণের পরিকল্পনা রয়েছে। খালের কালভার্টের পাশে মাছের বাজারটি একটি নির্দিষ্ট এলাকায় সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।