গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীদের কবলে পড়ে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছেন। ওই ঘটনায় শামীম ইসলাম নামে (১৬)এক যুবক গুরুতর আহত হয়।
শুক্রবার (১১অক্টোবর)সকাল সাড়ে ছয়টায় উপজেলার হোনাখালী রেল গেইটের পূর্ব পাশে এঘটনা ঘটেছে।
আহত ও রেল গেট মাষ্টারের তথ্যে জানা গেছে, শুক্রবার ভোর রাতে ঢাকা কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
কালিয়াকৈর উপজেলা হোনাখালি এলাকায় ট্রেনটি পৌঁছালে ছাদ থেকে শামীম ইসলাম ও অজ্ঞাত এক যুবক পড়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাত ওই যুবক নিহত হয়। স্থানীয়রা শামীম ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, শামীম সহ কয়েকজন যুবক ঢাকা শ্রমিকের কাজ করতো। রাতে নিজ বাড়ি দিনাজপুরে যাবার উদ্দেশ্যে ট্রেনে ছাদে উঠে। পরে ছাদে ঘুমিয়ে পড়ে শামীম। ঘুম থেকে উঠে দেখে তাহার ব্যাগ, নগদ টাকা,একটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। এসময় ছাদে থাকা আরো যাত্রীদের কাছ থেকে মালামাল নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী।
পরে ছিনতাইকারীদের সাথে যাত্রীদের ধাক্কাধাক্কি হচ্ছে। এসময় ছিনতাইকারীদের ধাক্কায় এক যুবক পড়ে যায়। এসময় আমি পা ফসকে নিচে পড়ে যায়।তারপর কিছুই জানি না। পরে ওই এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাকে এ নিয়ে আসে। তবে আমার দুটো পা ভেঙ্গে গেছে।
কালিয়াকৈরে হোনাখালি রেল গেট মাষ্টার নূর বাদশা জানান, সকালে ট্রেনের ছাদ থেকে এখানে দুই জন যুবক পড়ে যায়। একজন মারা যায়। অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে লাশ উদ্ধার করার জন্য রেল পুলিশকে জানানো হয়েছে।