গাজীপুরের কালিয়াকৈর হিজলহাটি এলাকায় রেজাউল করিম নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেডহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হলেন, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কস্তুরী পাড়া এলাকার আব্দুল বাছেদের ছেলে রেজাউল করিম (৩৭)। তিনি ওয়ালটন কারখানার ইঞ্জিনিয়ার চাকুরি করতেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হিজলহাটি এলাকায় জালাল উদ্দিনের ছয়তলা ভবনে একটি কক্ষে ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার বৃহস্পতিবার সন্ধ্যায় জালাল উদ্দিনের ছয় তলার একটি ভবনের চার তলা একটি কক্ষে রেজাউল করিম তার পরিবার নিয়ে বাসা ভাড়া থেকে ওয়ালটন কারখানায় কাজ করতেন।
সকালে কারখানা যাওয়ার কথা থাকলেও তিনি কারখানায় যায়নি।
পরে বিকেল গড়িয়ে আসলে দরজা বন্ধ দেখে আশেপাশের লোকজন ডাকাডাকি করে। পরে সারা শব্দ না হলে সন্দেহ হয়। পরে ভবনের মালিক ও এলাকাবাসী লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধারে করা হয়েছে। কেন মৃত্যু হয়েছে তার কারন জানতে পারেনি পুলিশ।
তবে ওই কর্মকর্তার স্ত্রীর সন্তান কয়দিন আগে তাদের গ্রামের বাড়ি চলে যায়।
কালিয়াকৈর থানার (এসআই) জাহিদ হোসেন ওই নিহত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।