কলারোয়ায় ভ্যান, ইজিবাইক,নছিমন, আলমসাধু,মাইন্দ্র চালনায় হযরলব অবস্থা। নেই কোন নিদিষ্ট ষ্টান্ড। কলারোয়া পৌর সদরের বিভিন্ন জায়গায় সব সময় লেগে তাকে যানযট মানুষের ভোগান্তির শেষ নেই।
কলারোয়াতে প্রায় ১২/১৩ শত গাড়ী চলাচল করে থাকে যার কেন্দ্র হলো কলারোয়া। সরে জমিনে যেয়ে দেখা যায় ভ্যান, ইজিবাইক নছিমনসহ বিভিন্ন গাড়ী যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠা নামা করছে। কলারোয়া পুরাতন ষ্টান্ড ,পাইলট স্কুলের মোড়, থানার সমনে, বল ফিল্ড কর্ণার, উপজেলার গেটের সামনে ,প্রাণী সম্পাদ গেটের সামনে , পশু হাট মোড়,পলাশ সিনেমা হল মোড়,আফজালের মোড়,বুজতলা মোড়সহ বিভিন্ন স্থানে গাড়ী রেখে যাত্রী ওঠানামা করে, যা যানযটের কারণ হয়ে দাড়িয়েছে।
এ বিষয়ে পথ- চারিদের কাছে জানতে চাইলে বলেন কোন নিয়ম শৃঙ্খালা না থাকলে যা হয় তাই হচ্ছে মধ্যে পড়ে সাধারণ মানুষের ভোগান্তি পোয়াতে হচ্ছে। পথচারী ফয়জুল্যা পুর গ্রামের আঃ বারি বলেন প্রয়োজনে কলারোয়া বাজারে আসলে যানযটে পড়তে হয় এ থেকে মুক্তির জন্য পৌর মেয়র সহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয় ইজিবাইক চালক মোঃ সহিদুলের কাছে যানতে চাইলে তিনি বলেন পৌর সভা কর্তৃপক্ষ আমাদের নিদিষ্ট কোন ষ্টান্ড করে দেয় নি যে আমরা সেখান থেকে যাত্রী ওঠানামা করাবো বাধ্য হয়ে যেখান সেখান থেকে যাত্রী ওঠানামা করছি। বুজতলা মাইন্দ্র ষ্টান্ডে কর্মরত রবিউল ইসলাম বলেন উপজেলা চেয়ারম্যান রিপোর্টার্স ক্লাবের পাশের জায়গাটি মাইন্দ্র ষ্টান্ড নির্ধারন করে দিয়েছে এ ছাড়া কোন জায়গা নির্ধারণ করা নেই।
এ বিষয় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন তাদের নিদিষ্ট ষ্টান্ড আছে কিনা আমার জানা নেই যেনে ব্যবস্থা গ্রহন করা হবে।
কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল বলেন এ সব গাড়ী চালকদের নিয়ে বসে আলোচনা করে একটি জায়গা নির্ধরণ করার পরিকল্পনা আমার আছে। যত দ্রুত সম্ভব এ বিষয় আলোচনা করবো।
সাধারণ ভুক্তভোগী পথচারীরা যানযট থেকে মুক্ত করতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর মেয়র ও কলারোয়া থানা প্রশাসনের প্রতি জোরদাবী জানান।