কমিউনিটি পুলিশিং করবো সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্য কে সামনে রেখে কলারোয়া থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি আয়োজনে পুলিশিং ডে-২০২১ শনিবার বেলা ৩ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
পুলিশিং ডে উপলক্ষে কলারোয়া পৌর সদর প্রধান প্রধান সড়ক র্যালী প্রদক্ষিণ করে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
পুলিশিং ডে ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান(প্রশাসন ও অপরাধ)।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ আহম্মেদ স্বপন সভাপতি উপজেলা আওয়ামীলীগ কলারোয়া, প্রফেসর আবু নসর সাবেক অধ্যক্ষ কলারোয়া সরকারী কলেজ কলারোয়া, মাষ্টার মনিরুজ্জামান বুলবুল মেয়র কলারোয়া পৌর সভা কলারোয়া, মোঃ আলিমুর রহমান সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ কলারোয়া, শেখ আমজেদ হোসেন সদস্য জেলা পরিষদ সাতক্ষীরা, মোঃ ইউনুস আলী খান সাধারণ সম্পাদক থানা পুলিশিং কমিটি কলারোয়া।
এই সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বরসহ কলারোয়া থানার সকল পুলিশ কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সকল শ্রেনী পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানটি সার্বিক ভাবে সহযোগিতা করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খয়রুল কবির এবং অনুষ্টানটি সঞ্চালনা করেন কলারোয়া থানার এস আই রিজাউল ইসলাম।