কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ উদ্যোগের অংশ হিসেবে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প এবং আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।
শুক্রবার সকালে বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব কক্সবাজার বিমান বন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া ও প্রকল্পের পরিচালক মো: ইউনুস ভূইয়া প্রমুখ।
বিমানবন্দর পরিদর্শনে পর্যটন সচিব সরেজমিনে স্থানীয় লোকজনের ঘরবাড়িও পরিদর্শন করেন এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার আইনসঙ্গত নিরসণের জন্য সংশ্লিষ্টজনদের নির্দেশনা প্রদান করেন।