এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। একটা দেশের সাথে দেশ আর মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকবেই।
কে দেশে থাকল আর না থাকলো সেটা বড় কথা নয় আমরা সব সময় ভারতকে বন্ধত্ব রক্ষা করার জন্য তৈরি।
ইসকন প্রশ্নে তিনি বলেন, সম্প্রদায়িক ইসকন নিয়ে তারা নিজেরাই বলেছেন, যাকে নিয়ে এতো হইচই তার কোন সম্পর্ক নেই এবং এই ধরনের ঘটনার সাথে ইসকন জড়িত নয়। সবার আগে আমরা বংলাদেশী এটাই আমাদের পরিচয়।
কেহ কেহ এটা ব্যবহার করছে। এটা দেশের জন্য শুভ নয় এমনটিই বললেন বর্তমান সরকারের পাট বস্ত্র ও নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন।
সকালে বরিশাল মেরিন একাডেমিতে নবীন নাবিকদের পাচিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়েছে তাই একটু সময় দিতে হবে তারাই সকল রোড ম্যাপ তৈরী করবে।