শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার বিক্ষোভ ও মশাল মিছিল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আয়োজনে একটি মিছিল অশ্বিনী কুমার হল চত্বর থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবর সঞ্চালনায় ও সভাপতি সাকিবুল ইসলাম সাফিন সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আছিয়া সহ গত ৫ মাসে দেশে ভয়াবহ ভাবে ধর্ষনের হার বেড়ে গিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে। অবিলম্বে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে। আছিয়া সহ সকল ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যার বিচার করতে হবে। অতিদ্রুত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্যে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে”।