স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা -২০২৫ কে কেন্দ্র করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আসতে শুরু করেছেন ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকেরা।
আগামী ৫,৬,৭ মে হবে এ ভর্তি পরীক্ষা। তার আগেই ক্যাম্পাসে ভীরতে শুরু করেছে বিভিন্ন জেলার শিক্ষার্থী-অভিবাবকেরা। গত শুক্রবার(২ মে) থেকেই ক্যাম্পাসে তাদের পদচারণা দেখা গেছে।
পাবনা থেকে আগত এক অভিভাবক বলেন, আমার মেয়ে পরীক্ষা দিবে। তার সাথে এসেছি। ক্যাম্পাস সম্পর্কে অনেক কথাই শুনেছি। তবে এখানে এসে পরিবেশ দেখে ভালো লাগছে। আর আমার মেয়ের জন্য সবাই দুয়া করবেন যেন ভালো পরীক্ষা দিতে পারে।
নরসিংদী থেকে আসা সাদ নামের এক শিক্ষার্থী বলেন, শুনেছি ক্যাম্পাসটা সুন্দর। আর উত্তরবঙ্গে আসাও হয়নি কখনো। বন্ধুরা সাথে এসেছে। পরীক্ষার পাশাপাশি ঘুরাঘুরিও করা যাবে। আমাদের জন্য দুয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে নিরাপদে বাসায় পৌঁছাতে পারি।
আগত পরীক্ষার্থী -অভিভাবক দের থাকার ব্যবস্থা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো এবং সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও পরীক্ষার দিনগুলোতে সার্বিক সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তারা।
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস সহ অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সচেষ্ট রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ভুয়া প্রশ্নফাঁসের মতো কোনো গুঞ্জনও যেন প্রচারিত না হয় সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আমরা সকলেই সচেষ্ট আছি। তিনি আরো বলেন, নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। ভুয়া প্রশ্নফাঁসের গুঞ্জনে প্রতারক চক্রের অনৈতিক প্রলোভনে সাড়া না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..