আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (১৩ জুন) সকালে তার জ্বর আসে। শরীরে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় বিকেলে মেডিকেল বোর্ড পর্যালোচনা বৈঠক করেছে। বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা নিয়ে চিন্তিত বোর্ড। এর আগে ২৭ মে একবার জ্বর হয়েছিল খালেদা জিয়ার।
দুপুরে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার প্যারামিটারসগুলো ওঠানামা করছে। চিকিৎসকেরা সে অনুযায়ী পরিবর্তিত চিকিৎসা দিচ্ছেন।
এ বিষয়ে পরিবারের একজন সদস্য বলেন, আমরাও চিকিৎসদের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে চিকিৎসক ও দলের মহাসচিব ভালো বলতে পারবেন।