পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম মুকুল, আহসান উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিজুল গাফ্ফার, সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা পান্নুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।