পাবনার আটঘরিয়া উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির অধীনে সোমবার চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয় । গণ ভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এগুলোর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আটঘরিয়া মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চলসহ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, সাংবাদিক, ও সরকারি কর্মকর্তা।
এ জাতীয় আরো খবর..