পাবনার আটঘরিয়া উপজেলায় কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও অন্তঃক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম। এর আগে তিনি বিদ্যালয়ের সকল শ্রেণিতে শিক্ষার্থীদের পড়া লেখার খবর জানেন ও পরিদর্শন করেন।
সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অষ্টম শ্রেণিকে দশম শ্রেণি ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হেলাল প্রামানিক। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছলেন সাবেক ইউপি সদস্য ওমর ফারুক, এবং বিদ্যালয়ের সকল শিক্ষক।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম বিদ্যালয়কে ক্রীড়া সামগ্রী উপহার দেন।
এ জাতীয় আরো খবর..