মুক্তি
হেলেন রহমান আঁখি
===============================================================================
ফেসবুকে ব্রাউজ করতে গেলে
মন যায় ভেঙে ব্যথায়
আতংকেও কিছুটা হয়ে ওঠে শিহরিত!
এত এত মৃত্যু!
কান্নার রোল! আহা জারী!
কিভাবে মেনে নেয়া যায়?
চলে যাচ্ছে শিশু, কিশোর হতে
যুবক,যুবক হতে বৃদ্ধ
কেউ পাচ্ছে না ছাড়
কে জানে- কখন মালেকুল মউত
কারে দেবে ডাক!
বড় অসহায় লাগছে
ও….” আল্লাহ “!
এ মৃত্যুর মিছিল দেখে
মেনে নিতে হয় বড় কষ্ট
পার না কি ” তুমি” আমাদের
ক্ষমা করে দিতে?
এত কেন বনরাজি হলে গো ” আল্লাহ “!
আমরা তো ” তোমার “…. ই সৃষ্টি
কই যাব আর বলে
” তুমি ” যদি ফিরিয়ে নাও সুদৃষ্টি!
এ পৃথিবীতে চলতে গিয়ে
আমরা করি যত ভুল,পাপ
বিশ্বাস রাখি- ক্ষমা করবে “তুমি”
ফিরাবে না শূণ্য হাতে কখনও।
সারা পৃথিবী আজ
অস্থিরতায় ভুঁগছে
আমরা বড় চিন্তিত!
মুক্তি দাও ও ” বিধাতা”
এ অভিশাপ থেকে
” তোমায়” ভালোবেসে
ইবাদতের করার সুযোগ দাও তুষ্ঠ।