রাজশাহী পুলিশ একাডেমিতে এএসপিদের হঠাৎই সমাপনি কুচকাওয়াজ স্থগিতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম।
রোববার (২০ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারসে পুলিশের অভিবাদন গ্রহন শেষে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এ প্রশ্নটি এড়িয়ে যান।
এর আগে আইনশৃঙ্খলা ও চাঁদাবাজির প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুতা সময় দিতে হবে। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে।
এছাড়াও, যেসমস্ত জায়গায় চাঁদাবাজির খবর পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিকে সকালে, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কতৃপক্ষের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন কৃষি ও স্বরাষ্ট্র (অব) উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম।