কক্সবাজারের প্যাঁচার দ্বীপ হতে অপহৃত চার স্কুলছাত্রের মধ্য হতে একজনকে উদ্ধার করেছে র্যাব; ০২ জন অপহরণকারী গ্রেফতার; উদ্ধার অভিযান চলাকালে অপহরণকারীদের নিকট হতে পালিয়ে আসা অপর দুই ভিকটিমকে উদ্ধার করেছে এপিবিএন; অপর একজন ভিকটিমকে উদ্ধার অভিযান চলমান।