রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনুস যে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক; ব্যারিস্টার ফুয়াদ ১৮ বছর পরে নারী নেতৃত্বে উত্তরণ আসতে শুরু করেছেন ক্যান্ডিডেট-অভিবাবকেরা; প্রশ্নফাঁসের গুঞ্জনে কান না দিতে পরামর্শ  মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামি আন্দোলনের নায়েবে আমীর মুফতি মোঃ ফয়জুল করীম ইমাম নিয়ে বিরোধ : যুবদল কর্মী রক্তাক্ত জখম গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠণ যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে বানারীপাড়া উপজেলা আ.লীগ সম্পাদক সানা আটক মে দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রমিকদল নেতা নিহত পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি শিশুর লাশ দাফনের ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

অবশেষে মেয়র সাদিক ও প্রশাসনের সমঝোতা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৮৫ বার

বরিশালের সদর ইউএনওর বাসভবনে হামলাকে কেন্দ্র করে বরিশাল মহানগর আ’লীগ ও প্রশাসনের দ্বন্ধের অবশেষে সমধান হয়েছে।

 

বরিশাল বিভাগীয় কমিশনারের আহ্বানেই সমঝোতা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২আগস্ট) রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ইউএনও মুনিবুর রহমান, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল ও জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারসহ কর্মকর্তারা বসে মিমাংসা করেন।

 

এ সময় সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

রাত ৯ টার দিকে বিভাগীয় কমিশনারের বাস ভবনের অফিস কার্যালয় পুরো বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে উভয় পক্ষ সমঝোতা করেন।

 

একই সাথে মেয়রের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার বিষয়টিও উত্থাপন করা হয়।

 

এর আগে আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

এদিকে আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

 

সোমবার (২৩ আগস্ট) রাত সোয়া ১টার দিকে মেইলে সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

যেখান বলা হয়েছে, গত ১৮ আগস্ট রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুল বোঝাবুঝির কারণে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল তার অবসানকল্পে রোববার (২২ আগস্ট) দিবাগত রাতে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

প্রশাস‌নের পক্ষ থে‌কে বিভাগীয় ক‌মিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার মো. শাহাবু‌দ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পু‌লিশ সুপার মারুফ হো‌সেন, র‍্যাব-৮-এর অধিনায়ক অতি‌রিক্ত ডিআইজি জামিল হাসানসহ মোট ১১ জন উপ‌স্থিত ছি‌লেন। তবে ছবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানকে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com