বরিশাল উজিরপুর উপজেলায় যাত্রীবাহী গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের দ্রুত পদক্ষেপে যাত্রীরা অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের দক্ষিণ বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে। গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।
বাসচালক বিষয়টি টের পেয়ে দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, “বাসটিতে ২৩ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরও জানান, একজন মহিলা যাত্রী ধোঁয়ার কারণে সামান্য অসুস্থ হয়ে পড়েন, তবে অন্য সবাই নিরাপদ আছেন। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ২৪ আগস্ট একইভাবে গৌরনদীর কটক এলাকায় ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেবারও বাসের পেছনের অংশে আগুন ধরে গেলে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।