লিওনেল মেসি কি আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন? সংবাদমাধ্যম এসবি নেশনের খবর সত্যি হলে এ বছরের শেষ দিকে তেমন কিছুই হতে চলেছে। যদিও মেসির ইউরোপ প্রত্যাবর্তন খুব সরল নয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বছর চুক্তি শেষ হতে যাওয়া মেসিকে নতুন করে চুক্তির প্রস্তাব দেবে ইন্টার মায়ামি। সেই চুক্তির শর্তে মেসিকে ২০২৫ সালে মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শেষ করে ইউরোপে খেলার অনুমতি দেওয়া হবে।
প্রতিবছর এমএলএসের মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে। আর শেষ হয় ডিসেম্বরে। এখন সম্ভাব্য নতুন চুক্তি অনুযায়ী মেসি চাইলে ডিসেম্বরে ইউরোপিয়ান কোনো ক্লাবে ধারে যোগ দিতে পারবেন। মূলত ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে মেসিকে প্রস্তুতির সুযোগ করে দিতেই চুক্তির প্রস্তাবের ব্যবস্থা রাখছে মায়ামি। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা অবশ্য এখনো নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।
ইন্টার মায়ামি মেসির জন্য চুক্তির প্রস্তাবে যে ধারাটি রাখতে চলেছে, সেটি মেজর লিগ সকার কর্তৃক অনুমোদিত। কোনো ফুটবলার লিগটিতে দুই বছর খেলে ফেলার পর তাঁকে সাময়িক সময়ের জন্য ধারে পাঠাতে পারে ক্লাব।
এদিকে শুক্রবার প্রাক্–মৌসুম প্রস্তুতির সূচি প্রকাশ করেছে ইন্টার মায়ামি। যেখানে ২০২৫ এমএলএস মৌসুম সামনে রেখে ৫টি ম্যাচ খেলার কথা জানিয়েছে তারা। ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মায়ামি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ক্লাব আমেরিকার বিপক্ষে। ২৯ জানুয়ারি পেরুর রাজধানী লিমায় তারা পরের ম্যাচ খেলবে ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের বিপক্ষে।
প্রাক্–মৌসুম সফরে ২ ফেব্রুয়ারি মায়ামি নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে পানামা সিটিতে। সেই ম্যাচে মায়ামির প্রতিপক্ষ স্পোর্টিং সান মিগুয়েলিতো। এরপর ৮ ফেব্রুয়ারি হন্ডুরাসের সান পেদ্রো সুলায় মায়ামির প্রতিপক্ষ দিপোর্তিভো অলিম্পিয়া। আর ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডায় মায়ামি শেষ ম্যাচটি খেলবে অরলান্ডো সিটির বিপক্ষে।