বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৩ দফা দাবি সহ হাবিপ্রবি মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের মানববন্ধন  বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স বার্তা অন্তর্বর্তী উপাচার্যের হামলায় অন্তঃসত্বা নারী আহত : নষ্ট হয়ে গেল গর্ভের সন্তান পুলিশ হেফাজত থেকে পলায়ন : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার ভুয়া সার্টিফিকেট দাখিল করে সভাপতির পদ বাগিয়ে নেয়ার অভিযোগ বরিশালে মাহিন্দ্রা-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত বরিশালে আমু, সাদেক ও খোকনসহ ২৭৪ জনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে রেলওয়ের দখলকৃত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে হত্যার দায়ে এক নারীসহ ৩জন যাবজ্জীবন সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ

হামলায় অন্তঃসত্বা নারী আহত : নষ্ট হয়ে গেল গর্ভের সন্তান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১ বার

বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরধরে হামলা চালিয়ে তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ফারজানা আক্তার (২৭) নামের এক অন্তঃসত্বা নারীর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামের।

আজ বৃহস্পতিবার দুপুরে (১৫ মে) ওই গ্রামের কালাম রাঢ়ীর ছেলে আরিফ রাঢ়ী অভিযোগ করে বলেন, একই বাড়ির সাব্বির খলিফা ও লিয়াকত খলিফা গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় বাড়ির উঠানে ধান শুকানো নিয়ে আমার ভাবী রুমি বেগম (২৫) এবং মা মুকুল বেগমের (৫৫) সাথে প্রতিপক্ষ সাব্বির ও লিয়াকতের স্ত্রীর বাগবিতন্ডা হয়।

আরিফ রাঢ়ী অভিযোগ করে আরো বলেন, একপর্যায়ে সাব্বির, লিয়াকত ও তাদের সহযোগিরা আমার মা ও ভাবীর ওপর হামলা চালায়। এসময় আমার এক মাসের অন্তঃসত্বা স্ত্রী ফারজানা হামলা ঠেকাতে গেলে তাকেও বেধরক পিটিয়ে ও পেটে লাথি দিয়ে আহত করা হয়।

মুমূর্ষ অবস্থায় তাকে (ফারজানা) উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, পেটে লাথির আঘাতে ফারজানার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। বর্তমানে তার অবস্থা গুরুত্বর।

অভিযোগ করে তিনি আরও বলেন, আমার মা, ভাবী ও স্ত্রীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলেও থানা পুলিশ মামলা নেয়নি। নিরুপায় হয়ে আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি।

অভিযোগ অস্বীকার করে সাব্বির ও লিয়াকত খলিফা বলেন, হামলার সাথে আমরা জড়িত নই। আমাদের ফাঁসানো হচ্ছে। তবে হামলার সময়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরার ব্যাপারে জানতে চাইলে তারা কোন সদূত্তর দিতে পারেননি।

মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ না দিলে মামলা রুজু করা হবে কিভাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ওসি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com