

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান। ব্যাটিংয়ে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও, সালমান আলি আগার অপরাজিত ১০৫ রানের সুবাদে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজ (১১ নভেম্বর) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩.২ ওভারে ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব (৬), ফখর জামান (৩২) এবং বাবর আজম (২৯) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন।
তবে এরপর দলের হাল ধরেন সালমান আলি আগা ও হুসেন তালাত। তারা পঞ্চম উইকেটে ১২১ বলে ১৩৮ রানের বিশাল জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান। এই জুটিতেই দুজন ফিফটি পূর্ণ করেন। তালাত ৬৩ বলে ৬২ রান করে আউট হন।
তালাত আউট হলেও সালমান আলি আগা আক্রমণাত্মক খেলা চালিয়ে যান এবং ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৮৭ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৫ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ২৩ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেললে পাকিস্তানের স্কোর ২৯৯-এ পৌঁছায়।
শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা ৫৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া, আসিথ ফার্নান্দো এবং থিকসানা প্রত্যেকে ১ করে উইকেট শিকার করেন।